মঙ্গলবার ১১ এপ্রিল ২০২৩ - ১৫:৩১
অহংকারীদের জন্য আমিরুল মুমিনীন (আ.)-এর উপদেশ

হাওজা / হযরত আমীরুল মুমিনীন আলী (আ.) একটি রেওয়ায়েতে অহংকার থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "নাহজুল-বালাগাহ" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

আমীরুল মুমিনীন (আ.) বলেছেন:

ضَعْ فَخرَکَ، واحطُطْ کِبرَکَ، واذکُرْ قَبرَکَ

অহংকার পরিত্যাগ কর, অহংকার মুছে দাও এবং কবরকে স্মরণ কর।

(নাহজুল-বালাগাহ, হিকমত ৩৯৮)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha